পঞ্চমীর পুণ্য তিথির রাতে পুখুরিয়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গেল মঙ্গলবার।
এদিন এই পুজো মণ্ডপের উদ্বোধন করলেন রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা। এছাড়া উপস্থিত ছিলেন সিআই পিনাকি সরকার, পুখুরিয়া থানার ওসি বাপন দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুজোর চারটা দিন যেন শান্তিপূর্ণ ভাবে কাটে এমনটাই বার্তা দিলেন পুলিশ আধিকারিকরা।